ইংরেজি শেখার কৌশল পর্ব- ০১

পাঠক এখানে আমরা প্রতিদিন ইংরেজি শেখার জন্য যেসব বাক্য প্র্যাকটিস করা দরকার এবং যা প্র্যাকটিস করলে আপনার ইংরেজি শিখতে সহায়তা হবে সেসব বিষয় নিয়ে প্রতিনিয়ত পর্ব আকারে পোস্ট করা হচ্ছে। আশা করি আপনি যদি প্রতিদিন আমাদের এই পোস্টগুলো ফলো করেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে প্র্যাকটিস করেন তাহলে আপনি উপকৃত হবেন না গ্যারান্টি।

Have to/ has to দিয়ে চলমান বাক্য প্রাকটিস নিম্নে দেওয়া হল।

Have to/ has to – তে হবে। চলুন প্রতিদিন ব্যবহার করা হয় এমন কিছু বাক্য প্রেকটিস করি –

I have to do (আই হেভ টু ডু) -আমাকে করতে হবে।

You have to go(ইউ হেভ টু গৌ) -তোমাকে যেতে হবে।

We have play (উই হেভ টু প্লেই)-আমাদের খেলতে হবে।

They have to learn (দ্যায় হেভ টু লার্ন)-তাদের শিখতে হবে।

You have to earn (ইউ হেভ টু আর্ন)- তোমাকে উপার্জন করতে হবে।

I don’t have to go – (আই ডোন্ট হেভ টু গৌ)- আমাকে যেতে হবে না।

I don’t have to play – (আই ডোন্ট হেভ টু প্লেই) -আমাকে খেলতে হবে না।

It has to be done – (ইট হ্যায টু বি ডান) -এটা করতে হবে।

Mina has to cook – (মিনা হ্যায টু খুক)-মিনাকে রান্না করতে হবে।

Mina doesn’t have to cook (মিনা ডাযেন্ট হেভ টু খুক)-মিনাকে রান্না করতে হবে না।

You have to be smart – (ইউ হেভ টু বি স্মার্ট)- তোমাকে স্মার্ট হতে হবে।

You have to be doctor -(ইউ হেভ টু বি ডাক্তার) – তোমাকে ডাক্তার হতে হবে।

He has to go – হি হেয টু গৌ-তাকে যেতে হবে।

He doesn’t have to go (হি ডাযেন্ট হেভ টু গৌ) -তাকে যেতে হবে না।

We have to play – (উই হেভ টু প্লেই)আমাদের খেলতে হবে।

We don’t have to play – (উই ডোন্ট হেভ টু প্লেই) – আমাদের খেলতে হবে না।

I have to wait for him – (আই হেভ টু ওয়েট ফর হিম)আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে।

I don’t have to wait for him – (আই ডোন্ট হেভ টু ওয়েট ফর হিম)আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে না।

I have to build career – (আই হেভ টু বিউল্ড ক্যারিয়ার) আমাকে ক্যারিয়ার গড়তে হবে।

You have to come – (ইউ হেভ টু খাম) – তোমাকে আসতে হবে।

You don’t have to come – (ইউ ডোন্ট হেভ টু খাম) তোমাকে আসতে হবে না।

You have to change your behave – (ইউ হেভ টু চেঞ্জ ইউর বিহেভ)-
তোমাকে তোমার আচরন পরিবর্তন করতে হবে।

নিজে নিজে নিচের বাক্য গুলো প্র্যাকটিস করুন
১। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে।
২। তাকে ভুলে যেতে হবে।
৩। আপনাকেও পারতে হবে।
৪। তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে।
৫। তোমাকে ক্রিকেট খেলতেই হবে।
৬। তোমাকে মেসে যেতেই হবে।
৭। তোমাকে রোজা রাখতেই হবে।
৮। যা বলছি তাই করতে হবে।
৯। সবাই পারলে তুমিও পারবে।
১০। যা বলছি মনে রাখতে হবে।

সম্মানিত পাঠক উপরে আমরা havs to এবং has to দিয়ে প্রতিনিয়ত চলমান এসব বাক্য ব্যবহার হয় সেসব বাক্য ইংরেজি এবং বাংলা সহ দিয়েছি এবং নিচে নিজে নিজে প্র্যাকটিসের জন্য ১০ টি বাক্য দিয়েছি আশা করি আজকের আর্টকেল তোমাদের have to/ has to নিয়ে কনফিউশন দূর করবে।

About admin

Check Also

the padma bridge paragraph 500 words

write the padma bridge paragraph 500 words

The Padma Bridge is a multipurpose, mega infrastructure project built to meet the transport connectivity …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *