এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩- HSC Bangla 2nd Suggestion 2023: এইচএসসি বাংলা ২য় পত্র খুবই গুরুত্বপুর্ণ একটি সাবজেক্ট।তোমরা যারা এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ খোজ করছো তারা সঠিক জায়গায় এসেছো।আমরা আমাদের আর্টিকেলটিতে আলোচনা করবো এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন নিয়ে।
এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩
সুতরাং তোমরা যারা এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন পেতে চাও তারা আমাদের ওয়েবসাইটের সাথে থাকবে।এইচএসসি পরীক্ষা খুবই গুরুত্বপুর্ণ একটি পরীক্ষা।প্রতিবছর এইচএসসি পরীক্ষা হতো এপ্রিল মাসে কিন্তু করোনা মহামারীর কারণে বিগতো কয়েক বছর যাবত পরীক্ষা এপ্রিল মাসে না হয়ে অন্য মাসে হচ্ছে।প্রতিবছর এইচএসসি পরীক্ষা হয় সম্পুর্ণ সিলেবাসের উপর কিন্তু এবারে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসের উপর।
বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ এইচএসসি
করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা ভালো করে পড়াশুনা করার সুযোগ না পাওয়ায় মাননীয় শিক্ষা মন্ত্রী বলেছেন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসের উপর।তোমরা যারা সংক্ষিপ্ত সিলেবাসগুলো পেতে চাও তারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো।পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সাজেশন খুবই গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে থাকে।আমি আপনাদের জন্য বাংলা ২য় পত্র সাজশন নিয়ে এসেছি আশা করি এগুলো পড়লে পরীক্ষায় কমন পাওয়ায় সম্ভাবনা থাকবে।আমরা আমাদের ওয়েবসাইটে এইচএসসি প্রতটি বিষয়ের উপর সাজেশন প্রকাশ করেছি।তোমরা যারা এই সাজেশন গুলো পেতে চাও তারা খুব সজজেই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো।
এইচএসসি বাংলা ২য় পত্র পরীক্ষার মানবণ্টণ ২০২৩
আমি এখানে আলোচনা করবো এইচএসসি বাংলা ২য় পত্র পরীক্ষার মানবণ্ট নিয়ে।এইচএসসি বাংলা ২য় পত্র মূলতো ১০০মার্কের পরীক্ষা হবে ।এই ১০০ মার্কের মধ্যে ব্যাকারণ অংশ থেকে থাকবে ৩০মার্ক আর নির্মিতি অংশ থেকে থাকবে ৭০ মার্ক ।এই মোট ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিতো হবে।বাংলা ২য় পত্রের ব্যাকারণ এবং নির্মিতি দুটো অংশই খুবই গুরুত্বপুর্ন।আমরা অনেকেই আছি যারা জানি না কিভাবে বাংলা ২য় পত্র পরলে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যায়।বাংলা ২য় পত্রে ভালো মার্ক পেতে হলে বইটি খুব ভালো করে আয়ত্ত করতে হবে।বইয়ের ব্যাকারণ অংশগুলো ভালো করে পড়তে হবে।
বাংলা ২য় পত্র ব্যাকারণ সাজেশন ২০২৩
আমি এখানে বাংলা ২য় পত্রের ব্যাকারণ সাজেশন নিয়ে আলোচনা করবো ।সুতরাং তোমরাদের আর্টিকেলটি পড়া খুবই জড়–রী।বাংলা ২য় পত্রের ব্যাকারণ অংশ থেকে যে যে বিষয় গুলো থাকবে সেগুলো হলো
১.বাংলা উচ্চারণের নিয়ম
ক.অ ধ্বনি উচ্চারণের নিয়ম
খ.এ ধ্বনি উচ্চারণের নিয়ম
গ.ব ফলা ,ম ফলা ,য ফলার উচ্চারণ
ঘ.শব্দের উচ্চারণ
২.বাংলা বানানের নিয়ম
ক.বাংলা একাডেমী প্রমীতো বাংলা বানানের নিয়ম
খ.শুদ্ধ বানান
৩.বাংলা ভাষার ব্যাকারণিক শব্ধ শ্রেণী
ক.ব্যাকারণিক শব্দ শ্রেণীর শেণিবিভাগ বিশেষ্য,বিশেষণ,ক্রিয়াপদ ,আবেগ
খ.ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশকরণ
৪.বাংলা শব্দ গঠন(উপসর্গ,সমাস)
ক.উপসর্গের সংঙ্গা,শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা
খ.ব্যাসবাক্য সহ সমাস
৫.বাক্যতত্ত
ক.বাক্য,সার্থক ব্যাক্যের বৈশিষ্ঠ্য
খ.ব্যাক্যের শ্রেণীবিভাগ
গ.বাংলা ভাষার অপপ্রোয়োগ ও শুদ্ধ প্রয়োগ
১.বাংলা অ ধ্বনি উচ্চারণের পাচটি নিয়ম লিখ?
উত্তর:
- ১.শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপর ই কার বা উ কার থাকে তবে সেক্ষেত্রে অ-এর উচ্চারণ ও-কারের মতো হবে।যেমন অতীত(ওতিত),নদী(নোদি)
- ২.শব্দের আদ্য অ-এর পরে য-ফলা যুক্ত ব্যাজ্ঞনবর্ন থাকলে সেক্ষেত্রে অ-এর উচ্চারণ সাধারণতো ও-কারের মতো হয়
- ৩.আদ্য অ-এর পর ক্ষ থাকলে সে অ-এর উচ্চারণ সাধারণতো ও-কারের মতো হয়ে থাকে।
- ৪.বাংলা ভাষায় বেশকিছু সমাসবদ্ধ তৎসম শব্ধের মধ্যে অ ও কারান্ত রুপে উচ্চারিতো হয়
- ৫.শব্দান্তে যুক্তবর্ণ থাকলে অন্তিম অ ও কারের মতো উচ্চারিতো হয়।
- আপনাদের বোঝার সুবিদার্থে একটি প্রশ্ন দেওয়া হলো ।
বাংলা ২য় পত্র নির্মিতো সাজেশন ২০২৩
বাংলা ২য় পত্রের নির্মিতো অংশ খুবই গুরুত্বপুর্ণ একটি অংশ।এখানে থেকে ৭০মার্ক থাকবে।সুতরাং এই অংশটি খুব ভালো করে পড়তে হবে।বাংলা ২য় পত্রের নির্মিতি অংশ থেকে যে যে বিষয়গুলো থাকে সেগুলো হলো
১.পারিভাষিক শব্দ
২.অনুবাদ
৩.দিনলিপি লিখন
৪.প্রতিবেদন রচনা
৫.বৈদ্যুতিন চিঠি
৬.আবেদন পত্র
৭.সারাংশ
৮.সারমর্ম
৯.ভাবসম্প্রসারণ
১০.সংলাপ
১১.ক্ষুদে রচনা
১২.প্রবন্ধ রচনা
উপরের প্রতিটা অংশই খুবই গুরুত্বপুর্ন।এগুলো খুব ভালো ভাবে পড়তে হবে।
পারিভাষিক শব্দ
১.পরিভাষা বলতে কি বোঝ?চারটি ইংরেজী শব্দের পরিভাষিক বাংলা শব্দ লিখ
২.পরিভাষিক শব্দের ৫টি প্রয়োজনীয়তা আলোচনা করো
৩.পরিভাষিক শব্দের ৫টি প্রয়োগ বিধি লিখো
ভবসম্প্রসারণ:
১. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
২. অর্থই অনর্থের মূল
৩. কীর্তিমানের মৃত্যু নেই
৪. ডশক্ষাই জাতির মেরুদন্ড
৫. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
৬. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীণতা রক্ষা করা কঠিক
৭. পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি
৮. সুশিক্ষিতো লোকমাত্রই স্বশীক্ষিতো
প্রবন্ধ রচনা:আমি এখানে রচনার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো
১.নৈতিকতা ও মূল্যবোধ
২.বিজ্ঞান ও প্রযুক্তি
৩.জাতীয় চেতনা
৪.শিল্প ও অর্থনীতি
৫.সাম্প্রতিক বিষয়গুলো
এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩
১. উচ্চারণের নিয়ম :
১. ব – ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ ?
২. অ – ধ্বনি উচ্চারণের পাচঁটি নিয়ম উদাহরণসহ লিখ ?
৩.এ – ধ্বনি উচ্চাররণের পাচঁটি নিয়ম উদাহরণসহ লিখ ?
অথবা বানান শুদ্ধকরণ :
পোষ্টমাষ্টার,বিদষি,ইতিমধ্যে শিরচ্ছেদ, স্বম্বর্ধনা, কথোপকথন,সুস্বাগত, ন্যুনত ম,পুরষ্কার,আবিষ্কার,স্বরস্বতী,প্রাণীবিদ্যা, ভৌগলিক,ইতিপূর্বে, গীতাঞ্জলী,বুৎপত্তি, আইনজীবি, মুর্ছনা, উচ্ছাস, দৈনতা, শান্তনা, বুদ্ধিজীবি,পিপিলিকা, জৈষ্ঠ্য, লজ্জাস্কর, পৈত্রিক, প্রতিযোগা।
২. ব্যাকরণীক শব্দশ্রেণী:
১. ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কী বোঝা ? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখ ।
২. বিশেষ্য ককে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
৩. ক্রিয়া বলতে কী বোঝা? উদাহরণসহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো।
- বিশেষণ কাকে বলে ? উদাহরণসহ বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করো।
বি.দ্র: একটা অনুচ্ছেদ থাকতে পারে। উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে ।
অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :
অটি-সটি, উত্তরোত্তর, অহিনকুল, দম্পত্তি, হিতাহিত, অহোরাত্র, সত্যাসত্য, “দায়াতকলম, সহোদর,আশিবিষ, নদীমাতৃক, যথেষ্ঠ, আমরণ, উদ্বেল, ষড়ঋতু,বজ্রকঠোর, চাঁদমুখ, নবপৃথিবী লাল গোলাপ, ক্ষুধানল, সলিলসমাধি, ঢেঁকিছাটা, আলুনি, বাক্যান্তর, আকণ্ঠ, বীরকেশরী,রাষ্ট্রপত্তি,ধর্মঘট,তপোবন, বিমনা, সাতসতেরো, পথেঘাটে, আমরা, উপনদী, বিশালাক্ষী, হাতে পায়ে।
৩. বাক্য তত্ত্ব :
১. অর্থগতভাবে/অর্থানুসারে বাংলা বাক্যের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো।
২. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? একটি সার্থক বাক্যের কয়টি গুন বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণসহ পর্যালোচনা করো।
অথবা বাক্য শুদ্ধকরণ :
১. সকল সদস্যগনকে অভিনন্দন জানাচ্ছি।
- সব ছাত্ররা উপস্থিত আছে।
৩. অশ্রু জলে বুকে ভেসে গেল । - সে এ. মোকাদ্দমায় সাক্ষী দিয়েছে।
৫. পরবর্তীতে আপনি আবার আসবেন।
৬.আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
৭. গীতাঞ্জলী একটি সংক্ষেপ্ত।
৮. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
৯. সময় বড় সংক্ষিপ্ত।
১০. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র
১১. ষড়ঋতুর সমাহরের দেশ বাংলাদেশ
১২. কার্তিবাস বাংলা রামায়ন লেখেছেন।
১৩. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত লেখেছেন।
১৪. দৈনতা কোন সময়ই প্রশংসনীয় নয়।
১৫. আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
১৬. আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে
১৭. নুরুল সাহেব স্বপরিবারের বেড়াতে গেলেন।
১৮. এটি লজ্জাস্কার ব্যাপার।
১৯. এক অগ্রহায়নে শীত যায় না ।
২০. পূর্বদিকে সূর্য উদয় হয় ।
২১. চোরে চোরে চাচতো ভাই।
২২. ছেলেটি ভয়ানক মেধাবী
৪. পারিভাষিক শব্দ ।
Oath, Bail, cold war, Embargo, Biography, Nutrition, Attestation, Memorandum, Galaxy, Ballot, phonetics, Agenda, Bio-data. Immigrant. Cabinet, Rank, Impeachment, Manifesto, Fine-Arts, Sabotage, Hygienic, Legend, Principle, Dialect, Subsidy, Civil-war, prefix, Global, Urban, Prepaid, Census, Museum, Diplomatic.
বাংলা অনুবাদ
- A good teacher is one of the most important people in any country student. …… each
- A patriot is a man who loves his country… of the people.
- Bangladesh is now a free country making progress.
- Books are men’s best companions in life … much pleasure.
- Illiteracy is a great problem in our country. from the country.
- Man is the architect of his own life …… from day to day.
- Trees are our friends. it helps us in different ways…… program is successful.
- The air of education is to make a man fully fit for himself …. it has no value.
- The life of a student is a life of preparation, peace, and prosperity.
আবেদন পত্র :
১. মাধ্যমিক / প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক / সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র লিখ :
২. কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখ:
৩. করোনায় ক্ষিতিগ্রন্থ অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে তিনি বরাবর আবেদন পত্র লিখ:
৪. শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লিখ:
প্রতিবেদন রচনা:
১.নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নির্মিতে একটি প্রতিবেদন লিখ ।
২.২১ শে ফেব্রুয়ারি/২৫ শে মার্চ/ ১৬ ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
৩.’খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার’ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো ।
৫. পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ’ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
৬.ছাত্র-ছাত্রীর পুনমিলনী অনুষ্টান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো ।
৭. তোমার কলেজে লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তু করো।
৬. সারংশ :
১. আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সন্দেহ থাকে না।
২. প্রকৃত জ্ঞানের স্পৃহা না উম্মেচিত হবে না।
৩. কোনো সভ্য জাতিকে ছাড়া নিজেকে পূর্ণ করে ।
৪. কীসে ছয় মর্যাদা ? দামি … অবজ্ঞায় বলব যাও।
৫. অভাব আছে বলিয়া লাভ করিয়াছে।
৬. মানুষের সুন্দর মুখ ও সাধনা চাই ।
অথবা . সারমর্ম :
১ . বসুমতি কেন তুমি একেবারে ছাড়ে।
২. কিছু দৈন্য যদি আসে আসুক … দু’হাত বাড়াস।
৩. তরতলে বসে পান্থ শ্রান্তি …. ধন্য তন্ত্র মতোন।
৪. বন্ধু, বলিনি,ঝুট নবিয়া খোদার মিতা।
৫. পরের কারণে স্বাদ…. আমরা পরের তরে।
৬. জোটে যদি মোটে সেই তো সুধা ।
৭. ক্ষমা যেদা ক্ষীল দুর্বলতা … যেন তৃণসম দহে।
৮. আসিতেছে শুভদিন … আসে নব উত্থান।
৯. কহিল মনের খেদে সুমঙ্গল ধারা
১০. একদা ছিল না জুতা থাকে কতক্ষণ ? …
১১. আমার একার সুখ, সুখ . জীবন সুমধুর করি।
ভাবসম্প্রসারণ :
১. কীর্তিমানের মৃত্যু নাই।
২. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
৩. প্রাণ থাকলেই প্রানি হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ।
৪. পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে রই।
৫. পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে ।
৬. বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
৭. বিদ্যায় সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুর উত্তরসাধক মাত্র।
৮. রাত যত গভির হয়, প্রভাত তত নিকটে আসে।
৯. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
১০. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
১১. সাহিত্য জাতির দর্পণস্বরূপ।
সংলাপ রচনা:
১. করোনাভাইরাস ( কোভিড-১৯) সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
২.সাম্প্রদায়িক সম্প্রীতির মেলনবন্ধন’ বিষয়ে সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৩. নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৪. বিজ্ঞানচর্চার সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৫. ফেসবুকের সুফল ও কুফর সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো ।
৬. বইপড়ার গুরত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৭. বাল্যবিবাহ নিরোধের গুরত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৮. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
৯. ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
অথবা খুদেগল্প ।
১. ‘সাম্প্রদায়িক সম্প্রতির যোগবন্ধন’ বিষয়কে একটি খুদেগল্প লিখ ।
২. ‘আলোকিত মানুষ’ শিরোনামে একটি খুদেগল্প লিখ।।
৩. সততার পুরষ্কার শিরোনামে একটি খুদেগল্প লিখ
৪. ‘অসময়ের বই প্রকৃত বন্ধু’ শিরোনামে একটি খুদেগল্প লিখ
৫. ‘রক্তাদানের পূণ্য’ শিরোনামে একটি খুদেগল্প লিখ ।
আমি উপরে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো ভালো করে পড়লে বাংলা ২য় পত্রে ভালো মার্ক পাওয়া সম্ভব।আশা করি এগুলো পড়লে পরীক্ষায় কমন পাবেন।
তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়েছো তাদের অসংখ্য ধন্যবাদ।আমরা আমাদের ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করে থাকি।তোমরা যারা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে চাও তারা আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন।
HSC Bangla 2nd paper question Dhaka Board | HSC বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তরমালা
ঢাকা বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
রাজশাহী বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্ন উত্তর ২০২৩
সিলেট বোর্ড এইচ এস সি বাংলা প্রথম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
কুমিল্লা বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্ন ও উত্তরমালা ২০২৩
বরিশাল বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্ন ও উত্তর ২০২৩
যশোর বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্ন সমাধান ২০২৩