প্রথম ৩০ মিনিটে ৮৫ লাখ, আর প্রথম দুই ঘণ্টায় ১ কোটি ৩০ বার হিট পড়েছে সহজ এর সার্ভারে। আজ বিক্রি হলো ১৯ এপ্রিলের ২৮ হাজার টিকিট।
এত বিপুল সংখ্যক যাত্রী ভার্চুয়াল যুদ্ধে অংশ নিলেও সার্ভার আজ স্মুথ ছিলো। টিকিট না পাওয়ার সংখ্যা বেশী হবে এটাই স্বাভাবিক, উপরের পরিসংখ্যান পড়লেই বুঝবেন।
আর এত যাত্রী চাহিদা থাকলে কাউন্টারের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও আপনি টিকিট পেতেন না। সারারাত জেগে ভোগান্তির চেয়ে তো, ঘরে বসে না পাওয়া ঢের ভালো। নিশ্চয় এতে বিড়ম্বনা কমেছে মানুষের।
যারা অনলাইনে দীর্ঘ সময় চেষ্টা করেও টিকিট পাননি তাদের কপাল খারাপ। হয়ত অন্যরা ভার্চুয়াল যুদ্ধে আপনার চেয়ে এগিয়ে ছিলো বলেই সফল হয়েছেন। আর অতিরিক্ত চাপ থাকায় সার্ভার জটিলতার অভিজ্ঞতা আপনার হতেই পারে। ওভার অল আজ রেলের পারফরম্যান্স ভালো ছিলো।