বাংলাদেশ রেলওয়ে টিকিট বর্তমান অবস্থা ২০২৩

প্রথম ৩০ মিনিটে ৮৫ লাখ, আর প্রথম দুই ঘণ্টায় ১ কোটি ৩০ বার হিট পড়েছে সহজ এর সার্ভারে। আজ বিক্রি হলো ১৯ এপ্রিলের ২৮ হাজার টিকিট।

এত বিপুল সংখ্যক যাত্রী ভার্চুয়াল যুদ্ধে অংশ নিলেও সার্ভার আজ স্মুথ ছিলো। টিকিট না পাওয়ার সংখ্যা বেশী হবে এটাই স্বাভাবিক, উপরের পরিসংখ্যান পড়লেই বুঝবেন।

আর এত যাত্রী চাহিদা থাকলে কাউন্টারের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও আপনি টিকিট পেতেন না। সারারাত জেগে ভোগান্তির চেয়ে তো, ঘরে বসে না পাওয়া ঢের ভালো। নিশ্চয় এতে বিড়ম্বনা কমেছে মানুষের।

যারা অনলাইনে দীর্ঘ সময় চেষ্টা করেও টিকিট পাননি তাদের কপাল খারাপ। হয়ত অন্যরা ভার্চুয়াল যুদ্ধে আপনার চেয়ে এগিয়ে ছিলো বলেই সফল হয়েছেন। আর অতিরিক্ত চাপ থাকায় সার্ভার জটিলতার অভিজ্ঞতা আপনার হতেই পারে। ওভার অল আজ রেলের পারফরম্যান্স ভালো ছিলো।

About admin

Check Also

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

GAS TRANSMISSION COMPANY LIMITED (GTCL) Job Circular 2023

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্যপদসমূহে লোকবল নিয়োগের নিমিত্ত নিম্নলিখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে অনলাইন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *