শুরু থেকে ইংরেজি শেখার কৌশল ২০২৩

চলুন শুরু করি কিভাবে আমরা প্রেকটিক্যাল ভাবে ইংরেজি শিখতে পারি তা জেনে নেই —


১। ইংরেজিটা হলো আমাদের দ্বিতীয় ভাষা। ইংরেজি শিখতে গেলে সময় এবং ধৈর্য দুটিই আপনার লাগবে।


২। অনেকেই অনেক কথা বলবে এগুলো এড়িয়ে চলতে হবে। কারণ বেশির ভাগ মানুষ আপনার সফলতাকে মেনে নিতে পারে না।


৩। আপনাকে খুব নির্লজ্জ হতে হবে কারণ আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন আপনার প্রচুর ভুল হবে। এটা ভাবা যাবে না যে আমার বাক্য তৈরি করতে ভুল হয় আমি ইংরেজি বলবো না। অন্যরা শুনলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। এমন চিন্তা করলে কখনোই ইংরেজি শেখা আপনার পক্ষে সম্ভব না।


আপনি ভুল বলছেন এটা কোনো ব্যাপার না কারণ আপনি শিখতেছেন। আপনি শিখতেছেন মানেই আপনি ভুল করবেন। আপনি আজ দুইটা ভুল করেছেন এই দুইটা ভুল যদি আজ ঠিক করে নেন এবং পরের বার সঠিক করে বলতে পারলে নিজের মাঝে একটা কনফিডেন্স কাজ করবে।

এভাবে যদি আপনি টানা তিন মাস চেষ্টা করেন ভুল গুলো ঠিক করবেন তাহলে দেখবেন অনেক গুলো ভুল আপনি ঠিক করে ফেলছেন।


৪। ইংরেজি শেখার মূল মন্ত্র হলো Listening। ৯০% ইংরেজী শেখা যায় শুধু শোনে শোনে। নিজের মাঝে একটি ইংরেজি পরিবেশ গঠন করতে হবে৷ ইংরেজি শুনতে হবে প্রচুর। কানে হেডফোন লাগিয়ে শুনবেন। বাসায় সাউন্ড বক্স থাকলে আরও ভালো। রাতের ঘুমানোর আগে ইংরেজি শুনুন।


৫। প্রচুর ইংরেজি বই পড়তে হবে। সহজ সহজ বই যেগুলো বাচ্চারা পড়ে। কারণ বাচ্চাদের জন্য সহজ করে বাক্য তৈরি করে বই বের করা হয়। ইংরেজি পড়ার সুবিধা হলো আপনি বুঝতে পারবেন কিভাবে বাক্য তৈরি হয়। কিভাবে Tense এর ব্যবহার হয়। কিভাবে কোন situation এর পর কোন Verb টা ব্যবহার হয়। সেই সাথে কিছু Vocabulary ও শিখতে পারবেন। যখন পড়বেন তখন অনেক শব্দ পাবেন আপনার অজানা সেগুলো আলাদা নোট করুন অর্থ সহ। গুরুত্বপূর্ণ কোনো লাইন পেলে তাও নোট করুন।


এবার আসুন বিস্তারিত আলাপ করি –
ইংরেজি শেখার ৪ টি মডিউল আছে –
★ listening
★ Writing
★ Reading
★ Speaking
চলুন, এই ৪টি মডিউল নিয়ে যেভাবে আপনি আপনার ইংরেজি শেখার জার্নিটা শুরু করবেন তা জেনে নেই –


★ listening Part


সবাই শুধু বলে প্রচুর ইংরেজি শুনো প্রচুর ইংরেজি শুনো। এখন প্রশ্ন হলো কিভাবে শুনবো কোন কোন টাইপের ইংরেজি শুনবো।


উত্তর – মনে করেন আপনি ইংরেজি কিছুই জানেন না তাও আপনাকে প্রথমেই Listening Part দিয়ে শুরু করতে হবে। কারণ আমরা বাংলা ভাষা শিখেছি শুনে শুনে তেমনি ইংরেজিটাও শিখতে হবে শুনে শুনে। আপনি যদি ইংরেজি শুনেন টানা ১০ মিনিট তাহলে আপনার মাথায় Automatic ভাবে একটা জায়গা তৈরি হবে। সেই জায়গাটার পারসেন্টিজ হলো ১০০%।

আজ যদি আপনি ১০ মিনিট শুনেন তাহলে ১% পূর্ণ হবে। এভাবে শুনে শুনে ১০০% এ পৌছাতে হবে৷
যা যা শুনবেন – আপনি YouTube এ চলে যান গিয়ে সার্স করুন Short tale in English with subtitle degree 0 , Audio tale with subtitle। এই ভিডিও গুলো ইংরেজি লিখা সহ পাবেন। যখন শুনবেন তখন চোখ দিয়ে পড়ার চেষ্টা করুন শোনার সাথে সাথে।

প্রথমত শুনতে বিরক্ত লাগবে হয়তো কিছুই বুঝবেন না। তবে শোনে যেতে হবে। এর সাথে Tense সম্পর্কে একটু ভালো করে ধারণা নিয়ে রাখবেন।


ইংরেজি এনিম্যাশন মুভি দেখুন সাবটাইটেল সহ। ইংরেজি গান শুনুন। ইংরেজি খবর শুনুন।


বিভিন্ন Podcast শুনুন। – talk higher with harry এই পোডক্যাস্ট এর সিরিয়ালটা শুনুন। গুগুলে সার্স করলেই চলে আসবে।প্রায় ৪০০+ এপিসোড আছে। English pronunciation সহ।


★ Writing Part


অল্প অল্প লিখার প্রেকটিস করুন যেকোনো বিষয় এর উপর। ১০ লাইন লিখার পর এবার দেখুন কোথায় ভুল করেছেন তা খুঁজে বের করুন। কেন ভুল করেছেন কেন হলো না এটা খুঁজে বের করে গ্রামাটিকলি চিন্তা করুন। নতুন নতুন শব্দ শিখুন।


★ Reading Part


প্রচুর ইংরেজি গল্পের বই পড়তে হবে। গুগুলে গিয়ে লিখবেন Short tale in English। ডাউনলোড করে পড়া শুরু করুন। ইংরেজি পড়লে বুঝবেন কিভাবে বাক্য তৈরি হয় এবং Vocabulary শিখতে পারবেন। অথবা Moral tale in English এই টাইপের যে গল্প গুলো আসবে এগুলো খুব সহজ বাক্য দিয়ে গঠন করা তাই সহজে পড়ে বুঝতে পারবেন৷


★ Speaking Part –


দুনিয়াতে টপিকস এর কি অভাব আছে?


Day-1
নিজের সম্পর্কে ৫ মিনিট বলবেন। যখন বলবেন আপনার স্পিকিং টা আপনার মোবাইলে রেকর্ড করবেন।প্রথমত আপনার মুখ দিয়ে কথাই বের হবে না তাও বলতে হবে ভুল হলেও সমস্যা নেই। আপনাকে ভুল থেকে শিখতে হবে। বলা শেষ হলে আবার রেকর্ড শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন কোথায় ভুল হয়েছে। সেই ভুল গুলো সংশোধন করার চেষ্টা করবেন। অথবা আয়নার সামনে গিয়েও প্রেকটিস করুন।
বেশি ইফেক্টিভ – যেকোনো একটি পিকচার নিন এবং এই পিকচারে কোথায় কি আছে তা বলার চেষ্টা করুন।


Day-2
Topic – Say some thing approximately your family
নিজের ফ্যামিলি সম্পর্কে বলুন


Day-3
Topic- destiny plan
নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে বলুন।


Day-4
Topic- what`s your preferred meals and why?


Day-5
Topic – which area do you want most?
আপনার সবচে ভালো লাগার জায়গা সম্পর্কে বলবেন।
সেই জায়গাটা আপনার কেমন লাগে, কোথায় কি আছে, কাদেরক নিয়ে ওই জায়গাতে ঘুরতে যান আরও অনেক কিছু।


এভাবে প্রেকটিস চালিয়ে যান। আর আমার সাথে প্রেকটিস করতে চাইলে আমার কোর্সে এডমিশন নিতে পারেন।
প্রতিদিন প্রেকটিস করতে হবে এবং সেই সাথে নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করতে হবে।

About admin

Check Also

the padma bridge paragraph 500 words

write the padma bridge paragraph 500 words

The Padma Bridge is a multipurpose, mega infrastructure project built to meet the transport connectivity …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *