৪৩তম বিসিএসের ফল প্রকাশ বিষয়ে, জানাল পিএসসি মন্ত্রনালয়

সম্মানিত বিসিএস প্রত্যাশী বন্ধুরা আশা করি ভালো আছেন। আজকে আমরা ৪৩তম বিসিএস এর ফলাফল প্রকাশ নিয়ে আলোচনা করবো। আজকে জানাবো কবে প্রকাশ হতে পারে ৪৩তম বিসিএস পরিক্ষার ফলাফল তা নিম্নে বিস্তারিত দেওয়া হল…

সাম্প্রতিক কয়েকটি বিসিএসের মধ্যে ৪৩তম বিসিএসের খাতা দেখার কার্যক্রম দ্রুত শেষ করা হয়েছে। এই কার্যক্রম পরিচালনার পেছনে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল পিএসসি।

৪১তম বিসিএসে ৩১৮ জন পরীক্ষক ভুল করেছিলেন। তাতে ফল পিছিয়ে গিয়েছিল। সেখানে প্রায় ১৫ হাজার খাতায় গরমিল দেখা দেয়। ফল ঝুলে যাওয়ার পর ৪৩তম বিসিএসের আগে পরীক্ষার খাতা মূল্যায়নের সময় যাতে আগের পরীক্ষকদের করে যাওয়া ভুল আবার না হয়, সে জন্য পিএসসি এ বিশেষ উদ্যোগ নেয়।

এর অংশ হিসেবে পিএসসির মিলনায়তনে সেমিনারে পরীক্ষকদের খাতা মূল্যায়নের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানোর ব্যবস্থা করা হয় পরীক্ষকদের। সেখানে চাকরিপ্রার্থীদের নাম-পরিচয় গোপন রেখে পরীক্ষা হয়ে যাওয়া বিভিন্ন ধরনের খাতা দেখানো হয়। এ ছাড়া পরীক্ষকেরা

যেসব ভুল সবচেয়ে বেশি করেন, সেগুলো চিহ্নিত করে দেখানো হয়। যেসব ভুল করা যাবে না, সেগুলোও দেখানো হয়। যেসব খাতায় পরীক্ষক অনেক ভুল করেছেন, সেসব খাতায় ভুলগুলো চিহ্নিত করা হয়। এগুলো কেন ও কীভাবে ভুল, তা প্রেজেন্টেশনে দেখানো হয়। সেমিনারে প্রতিদিন ১০০ পরীক্ষক অংশ নেন।

একই ভুল যদি কোনো পরীক্ষক আবার করেন, তাহলে তাঁদের পরীক্ষক হিসেবে আর পিএসসিতে রাখা হবে না বলেও সেমিনারে বলে দেওয়া হয়।

গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

43 bcs result date 2023 || ৪৩ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের সময় || 43 bcs result || 43 bcs

43 bcs result date 2023 || ৪৩ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের সময় || 43 bcs result || 43 bcs

আরও পড়ুন

About admin

Check Also

Heart Touching Quotes in Bangla

Heart Touching Quotes in Bangla | কেউ অবহেলা করলে তাকে ধন্যবাদ দিন কারন

কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়েনা কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *