গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্যপদসমূহে লোকবল নিয়োগের নিমিত্ত নিম্নলিখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে অনলাইন (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে: গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়গের বিস্তারিত নিম্নে দেখুন…
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়
(ক) ০২-০৪-২০২৩ তারিখ সকাল ৯:০০ টা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।
(খ) ০২-০৫-২০২৩ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে।
(গ) শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৫-০৫-২০২৩ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত) SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
অনলাইনে আবেদন করার পদ্ধতি:
(ক) প্রার্থীকে Teletalk Bangladesh Ltd.-এর Web address (http://gtcl.teletalk.com.bd) অথবা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর Web address (www.gtcl.org.bd) এর মাধ্যমে GTCL কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement, Instructions for Submitting Application
এবং ০৯ (নয়) ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত Application Form (আবেদন ফরম) এর রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থী এ Instruction অংশটি download করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ত করে application Form-এর প্রতিটি Field এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করতঃ Form পূরণ করতে হবে এবং লাল তারকা চিহ্নিত Field সমূহ অবশ্যই পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে।
এসএমএস প্রেরণের নিয়ম
১। প্রথম SMS : GTCL User ID লিখে send করুন 16222 নম্বরে। Example: GTCL PQBCR Reply: Applicant’s Name, Tk-300.00/200.00 will be charged as application fee. Your PIN is (8 digit number)e.g.-xxxxxxxx
To pay fee(fra): Type GTCL YesPIN and send to 16222.
২। ২য় SMS: GTCLYesPIN send 16222 Example: GTCL YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for GTCL Application for (post name) User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).
“বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না”
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
জিটিসিএল নিয়োগের অফিসিয়াল নোটিশ দেখুন…



