এমন অনেক মানুষ আছে যারা ইংরেজি গ্রামারে অনেক ভালো কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না আবার এমন অনেক মানুষ আছে যাদের ইংরেজিতে গ্রামারের উপর তেমন ধারণাও নেই তবুও তারা ইংরেজিতে কথা বলতে পারেন৷
তাই বলছি –
- Grammar is important.
- Perfect grammar is not.
প্রয়োজনীয় গ্রামার জেনেই কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন৷
যেমন –
Tense,subject verb agreement, preposition, article, simple complex compound, connector, important phrase and idioms এবং কিছু গুরুত্বপূর্ণ Vocabulary। এগুলোর ব্যবহার জানলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন৷
Perfect grammar শিখবেন যখন কোনো চাকরির পরীক্ষা দিবেন।
মোট কথা – Make mistakes.
just do your best and keep practicing.